রবিবার সাত সকালেই বােমাতঙ্ক ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালাে দমদম বিমানবন্দরে। এই ঘটনার জেরে বিমান চলাচলে কিছুটা অসুবিধা দেখা যায়। পাশাপাশি গােটা বিমানবন্দর চত্বর সহ বিবান গুলিতে চললাে চিরুনি তল্লাশি। তবে কিছুই মিলেনি।
এদিন মিলিটারির লিয়াজোঁ ইউনিট থেকে একটি এসএমএস আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। সেখানে জানানাে হয়- দুবাই থেকে দমদম আসা এমিরেটসের বিমানে বােমা রয়েছে। সকাল ৮ টা
Advertisement
১০ মিনিটে এই বিমান দমদম বিমানবন্দরে পৌঁছালাে চিরুনি তল্লাশি চলে। তবে সন্দেহজনক কিছুই মিলেনি। এই বিমানটি পুনরায় সকাল ৮ টা ৪০ মিনিটে দুবাই যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।
Advertisement
উল্লেখ্য, কলকাতা পুলিশের এসটিএফের হাতে ৩ জন জেএমবি জঙ্গি গ্রেপ্তার হওয়ায় আতঙ্কে রয়েছে অনেকেই। সেখানে মিলিটারির ইউনিট থেকে এসএমএস করে দমদম বিমানবন্দরে বােমাতঙ্ক অনেকেটাই উত্তেজনা বাড়িয়ে দেয়।
Advertisement



