সীমান্তের কাঁটাতারের জাল কেটে ভারতে ঢোকার অভিযোগ। বিএসএফের গুলিতে মৃত্যু হল বাংলাদেশি পাচারকারীর। মৃতের নাম মহম্মদ আলামিন। তিনি বাংলাদেশের পঞ্চগড় জেলার জিন্নত পাড়ার বাসিন্দা ছিলেন। পাচারকারীদের গুলি জখম হয়েছে এক বিএসএফ জওয়ান। এদিকে বেশ কয়েকজন পাচারকারীও জখম হয়েছে বলে খবর। যদিও তাঁরা ফের সীমান্ত টপকে বাংলাদেশে চলে যান। জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের খালপাড়া বালাসন বিওপি এলাকার ঘটনা।
বিএসএফ সূত্রে খবর, শুক্রবার মধ্যরাতে আট-দশজন পাচারকারী ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। কাঁটাতারের জাল কেটে কয়েকজন ঢুকেও পড়ে। সেই সময় বিএসএফ তাঁদের দেখতে পায়। জওয়ানরা তাঁদের বাধা দিতে গেলে হামলা চালানো হয়। ঘটনায় এক জওয়ান জখম হন। এরপরেই পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। গরু চুরির উদ্দেশ্য নিয়ে তাঁরা এদেশে ঢুকছিলেন বলে অনুমান।
Advertisement
জখম পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। জখম বিএসএফ জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই পাচারকারীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনুপ্রবেশের ঘটনা সামনে আসতেই ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে সীমান্ত রক্ষী বাহিনী।
Advertisement
Advertisement



