• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

অনিল-কন্যা অজন্তা দল ছাড়লেন

নিঃশব্দে সিপিএম ছাড়লেন প্রয়াত প্রাক্তন সিপিএম রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

প্রতীকী ছবি (Photo@Arnab Biswas/SNS Web)

নিঃশব্দে সিপিএম ছাড়লেন প্রয়াত প্রাক্তন সিপিএম রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস সিপিএমের প্রাথমিক সদস্যপদ আর নবীকরণ করেননি। দলের সদস্যপদটি ছিল কলকাতা জেলা কমিটির অন্তর্গত অধ্যাপক শাখায়।

Advertisement

সিপিএম সূত্রে জানা গিয়েছে মার্চ মাসে পার্টির সদস্যপদ নবীকরণের মেয়াদ শেষ হয়ে যায়। রাজ্য সম্মেলন ও পার্টি কংগ্রেসের জন্য স্ক্রুটিনির কাজও শেষ করেছে প্রমোদ দাশগুপ্ত ভন।

Advertisement

তাতে দেখা যাচ্ছে যে, অজন্তা তাঁর প্রাথমিক সদস্যপদ নবীকরণ করেননি। অর্থাৎ প্রেসিডেন্সিতে পড়ার সময় ছাত্রফ্রন্ট থেকে বামদলে আসা অজন্তা প্রায় দু’দশক পর পার্টির সদস্যপদ ছেড়ে দিলেন।

Advertisement