• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

উপপ্রধান খুনের জের, বদলি অশোকনগর থানার ওসি

নিজস্ব সংবাদদাতা, বারাসত: অশোকনগরের গুমা ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনের ঘটনায় উঠছিল পুলিশের গাফিলতির অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার সেই ঘটনার দুই দিন কাটতে না কাটতেই প্রশাসনিক স্তরে শুরু হল পদক্ষেপ। অশোকনগর থানার ওসি বলাই ঘোষকে বদলি করা হল। গোবরডাঙ্গা থানার ওসি চিন্তামণি নস্করকে তাঁর জায়গায় আনা হল। তবে জেলা পুলিশের

নিজস্ব সংবাদদাতা, বারাসত: অশোকনগরের গুমা ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনের ঘটনায় উঠছিল পুলিশের গাফিলতির অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার সেই ঘটনার দুই দিন কাটতে না কাটতেই প্রশাসনিক স্তরে শুরু হল পদক্ষেপ। অশোকনগর থানার ওসি বলাই ঘোষকে বদলি করা হল। গোবরডাঙ্গা থানার ওসি চিন্তামণি নস্করকে তাঁর জায়গায় আনা হল। তবে জেলা পুলিশের কর্তারা এই বদলির সঙ্গে বিজন দাসের খুনের ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন। তাঁরা জানিয়েছেন, এটা রুটিন বদলি।

Advertisement

Advertisement