• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গলায় শাবল ঢুকিয়ে খুন, বদলি চেতলা থানার ওসি, এলাকায় পুলিশি নজরদারি

সুখেন্দু মুখোপাধ্যায়কে সরিয়ে চেতলার নতুন ওসির দায়িত্ব দেওয়া হল অমিতাভ সরখেলকে। এই ঘটনার সঙ্গে খুনের কোনও যোগ আছে কিনা তা নিয়েও চলছে বিস্তর জলঘোলা।

শনিবার রাতে চেতলার যুবকের গলায় শাবল ঢুকিয়ে খুনের ঘটনার পর কয়েক ঘণ্টার মধ্যে বদলি হলেন চেতলা থানার ওসি। সুখেন্দু মুখোপাধ্যায়কে সরিয়ে চেতলার নতুন ওসির দায়িত্ব দেওয়া হল অমিতাভ সরখেলকে। এই ঘটনার সঙ্গে খুনের কোনও যোগ আছে কিনা তা নিয়েও চলছে বিস্তর জলঘোলা। যদিও পুলিশের দাবি, এটি একেবারে রুটিন মধ্যে। কাকতালীয় কোনও জল্পনা এর মধ্যে নেই। এদিকে শনিবার রাতের খুনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে শহরের নিরাপত্তা নিয়ে।  

এদিন সকাল থেকেই থমথমে চেতলা। শনিবার রাতে চেতলা ১৭এ/১৭বি বাসস্ট্যান্ডের কাছেই ঘটে যায় একটি নৃশংস ঘটনা। জানা গিয়েছে, বাসস্ট্যান্ডের অদূরে মদের আসর বসেছিল। সেখানেই মৃত অশোক পাসোয়ানের সঙ্গে এক যুবকের কোনও বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। কথাকাটাকাটি এমন পর্যায় যায় যে অভিযুক্ত যুবক অশোকের গলায় লোহার রড ঢুকিয়ে দেয়। ওই অবস্থাতেই নিজের প্রাণ বাঁচাতে মরিয়া যুবক প্রায় ১০০ মিটার ছুটেও যান, কিন্তু হয়নি শেষ রক্ষা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে, পরে মৃত্যু হয় অশোকের। খোদ মেয়রের ওয়ার্ডেই প্রকাশ্যে এমন ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কে শহরবাসী। 

Advertisement

সকালে সিপি মনোজ ভার্মা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন এবং জানতে পারেন ওই থানার আসলে কোনও ওসিই ছিলেন না, বদলে তাঁর দায়িত্ব সামলাচ্ছিলেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সুখেন্দু মুখোপাধ্যায়। 

Advertisement

শনিবারের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। চিহ্নিত করা হয়েছে ৫ জনকে। ঘটনার পর থেকে কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা। তাঁদের মত, দিনে দিনে এলাকার পরিস্থিতি খুব খারাপ হয়ে চলেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনি। পাড়ার ছেলের মৃত্যুতে দোষীদের শাস্তি চান প্রতিবেশীরাও।

Advertisement