পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিতা ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ স্বামী অরূপ ঘোষের সঙ্গে ওই ফ্ল্যাটেই থাকতেন। স্বামী শয্যাশায়ী হওয়ায় তাঁদের দেখাশোনার জন্য বাড়িতে আয়া ও পরিচারিকা নিযুক্ত ছিলেন। সোমবার সকালে পরিচারিকা ঘরে ঢুকেই রক্তাক্ত অবস্থায় অনিতাকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয়দের জানান এবং দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।
Advertisement
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, ফ্ল্যাটের একটি ঘর পুরোপুরি লণ্ডভণ্ড। আলমারি ও ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুটপাটের উদ্দেশ্যেই এই খুন হয়ে থাকতে পারে। বাধা পাওয়ায় আততায়ীরা ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধার গলা কেটে তাঁকে খুন করে বলে সন্দেহ। জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে এক আয়া উপস্থিত ছিলেন।
Advertisement
এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চলছে। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
Advertisement



