• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্বাধীনতা দিবসের সকালে বর্ধমানে পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১০

গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতীকী চিত্র

স্বাধীনতা দিবসের সকালেই ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ বর্ধমানের ফাগুপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১০ জনের। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, জাতীয় সড়কের উপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সম্ভবত ট্রাকচালক প্রয়োজনীয় কাজে সাময়িকভাবে গাড়ি ছেড়ে গিয়েছিলেন। সেই সময় দ্রুতগতিতে একটি বাস এসে ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে। তীব্র সংঘর্ষে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে কাচের টুকরো, রক্তে ভরে ওঠে দুর্ঘটনাস্থল।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি তারকেশ্বর থেকে বিহারের দিকে যাচ্ছিল। বাসে থাকা অধিকাংশ যাত্রীই বিহারের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতদের সঠিক পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় সড়কে ট্রাক দাঁড়িয়ে থাকার কারণ, এবং বাসটির গতি ও চালকের দায়িত্ববোধ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্বাধীনতা দিবসের সকালে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। হাসপাতালের বাইরে ভিড় করেছেন আহতদের পরিজনরা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও রাজ্যের পরিবহন দপ্তরের আধিকারিকরা।

Advertisement