• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

প্রােগেসিভ ডক্টর অ্যাসােসিয়েশনের নতুন কমিটি তৈরি হল

ওয়েস্ট বেঙ্গল প্রােগেসিভ জুনিয়র ডাক্তার অ্যাসােসিয়েশনের রাজ্য কমিটি ঘােষিত।এই কমিটিতে চেয়ারম্যান বিধায়ক ডাক্তার নির্মল মাঝি।

প্রতিকি ছবি (File Photo: iStock)

ওয়েস্ট বেঙ্গল প্রােগেসিভ জুনিয়র ডাক্তার অ্যাসােসিয়েশনের রাজ্য কমিটি ঘােষিত হয়েছে। এই কমিটিতে চেয়ারম্যান পদে রয়েছেন রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য তথা বিধায়ক ডাক্তার নির্মল মাঝি।

এছাড়া প্রােগেসিভ ডক্টর অ্যাসােসিয়েশনের জুনিয়র ডাক্তারদের রাজ্য কমিটিতে রয়েছেন আরও কুড়িজন। এই কমিটির সভাপতি হয়েছেন ডা.প্রিয়াঙ্কা স্যান্নাল, ডা. কুলদীপ বটব্যাল (চিফ কো-অর্ডিনেটর), ডা . অভীক দে (চিফ কো অর্ডিনেটর), ডা.বিরুপাক্ষ বিশ্বাস (আহবায়ক), ডা. বাপ্পাদিত্য কর (কো-অর্ডিনেটর), ডা.রাজেশ বিশ্বাস (সাধারণ সম্পাদক), ডা. অমৃতশে মাঝি (সাধারণ সম্পাদক) ছাড়াও আরও বেশ কয়েকজন ডাক্তার এই কমিটিতে রয়েছেন।

Advertisement

২০১৩ সালে এই সংগঠন তৈরি হয় রাজ্যের সাধারণ মানুষের সেবাকে সামনে রেখে। এই কমিটি সম্প্রতি বিভিন্ন মেডিক্যাল ক্যাম্প সেই সঙ্গে প্রয়ােজনীয় ওষুধ সরবরাহ করেছে ইয়াশ বিধ্বস্ত এলাকায়।

Advertisement

Advertisement