দার্জিলিং, ১২ জুন– দার্জিলিঙে টয় ট্রেনে চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কার্শিয়াং রেল স্টেশনের কাছে। দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। সেই সময়েই কার্শিয়াং স্টেশনে টয় ট্রেনের নীচে চাপা পড়ে মৃত্যু হয় বছর আঠারোর ওই যুবকের। মৃত ওই যুবকের নাম সূর্য রাউত। যুবকের দেহ ইতিমধ্যেই উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। দার্জিলিংয়ের ন্যারো গেজ লাইনে টয় ট্রেন ধীর গতিতেই চলাচল করে। তার মধ্যে কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে কার্শিয়াং রেল স্টেশন চত্বরে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, টয় ট্রেনটি যখন কার্শিয়াং স্টেশনে ঢুকেছিল, তখনই কোনওভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ওই যুবক স্থানীয় বাসিন্দা বলেই জানা যাচ্ছে। যদিও রেলের তরফে এখনও এবিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
Advertisement
Advertisement



