• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ময়নাগুড়িতে চলন্ত লরি ঢুকে গেল দোকানে, মৃত যুবতী

ময়নাগুড়ি, ২২ মার্চ: ময়নাগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত লরি বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হল এক যুবতীর। মৃতার নাম পঞ্চমী সরকার (২৩)। আজ, শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ভোটপট্টি বাজার সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, পঞ্চমী এদিন বাড়ি লাগোয়া দোকান ঘরে ঘুমিয়েছিলেন। সেসময় একটি ১২ চাকার লরি চ্যাংড়াবান্ধার দিক থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। কিন্তু ভোটপট্টি বাজার সংলগ্ন

ময়নাগুড়ি, ২২ মার্চ: ময়নাগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত লরি বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হল এক যুবতীর। মৃতার নাম পঞ্চমী সরকার (২৩)। আজ, শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ভোটপট্টি বাজার সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, পঞ্চমী এদিন বাড়ি লাগোয়া দোকান ঘরে ঘুমিয়েছিলেন। সেসময় একটি ১২ চাকার লরি চ্যাংড়াবান্ধার দিক থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। কিন্তু ভোটপট্টি বাজার সংলগ্ন এলাকায় এসে লরিটি নিয়ন্ত্রণ হারায়। পঞ্চমী যে দোকানে ঘুমিয়ে ছিলেন, লরিটি সেই দোকানে গিয়ে ধাক্কা মারে। ঘটনার সময় প্রচন্ড জোরে আওয়াজ হতেই ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। এরপর এলাকার সমস্ত লোকজন ছুটে এসে উদ্ধার কাজে নামেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় রাজারহাট পুলিশ ফাঁড়িতে।

Advertisement

আহত পঞ্চমীকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে শোকের ছায়া নামে গোটা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

Advertisement