• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেঙ্গালুরুতে চলন্ত গাড়ির মধ্যে তরুণীকে গোটা রাত ধরে গণধর্ষণ , গ্রেফতার ৪ অভিযুক্ত  

বেঙ্গালুরু, ৩১ মার্চ – চলন্ত গাড়িতে গোটা রাত ধরে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটল বেঙ্গালুরুতে।  ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করছে পুলিশ। রাতের বেলা এক বন্ধুর সঙ্গে পার্কে বসে ছিলেন আক্রান্ত তরুণী। সেই সময় তাঁকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেয়  ৪ যুবক। এর পর রাতভর ওই চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করে ওই ৪ জন। পরের

প্রতীকী চিত্র

বেঙ্গালুরু, ৩১ মার্চ – চলন্ত গাড়িতে গোটা রাত ধরে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটল বেঙ্গালুরুতে।  ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করছে পুলিশ। রাতের বেলা এক বন্ধুর সঙ্গে পার্কে বসে ছিলেন আক্রান্ত তরুণী। সেই সময় তাঁকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেয়  ৪ যুবক। এর পর রাতভর ওই চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করে ওই ৪ জন। পরের দিন ভোরে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। পরে থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ করেন যুবতী। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার পুলিশ আধিকারিকরা জানান ।

পুলিশ সূত্রে জানা গেছে , ২৫ মার্চ রাতে এক বন্ধুর সঙ্গে তিনি ন্যাশনাল গেমস ভিলেজ পার্কে  বসেছিলেন। পার্কের কাছেই সরকারি আবাসন। রাত  ১০ টা নাগাদ তাঁকে বলপূর্বক গাড়িতে তোলে ৪ যুবক। ২৫ মার্চ, শনিবার রাত থেকে পরের দিন ২৬ মার্চ ভোর পর্যন্ত অভিযুক্তেরা তাঁকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করেন বলে  কোরামঙ্গলা থানায় অভিযোগ করেন ওই তরুনীর দাবি, রাতভর বেঙ্গালুরু শহরের ডোমলুর, ইন্দিরানগর, আনেকাল এবং নাইস রোড এলাকায় গাড়ি নিয়ে ঘুরেছে ওই যুবকেরা। তখন চলন্ত গাড়ির ভিতর তাঁকে গণধর্ষণ করে ৪ যুবক। এরপর পরেরদিন ভোরবেলা বাড়ির সামনে তাঁকে ফেলে চলে যায় অভিযুক্তরা। ভোর ৪টে নাগাদ বাড়ি পৌঁছলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কোরামঙ্গলা থানায় ৪ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে খবর, তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।  ৪ অভিযুক্তকে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

Advertisement

Advertisement