টেক্সাস , ১৩ মার্চ – বন্দুক নিয়ে খেলতে খেলতে দিদির উদ্দেশে গুলি চালায় ৩ বছরের শিশু। ঘটনাস্থলেই মৃত্যু চার বছরের দিদির। আমেরিকার টেক্সাসের হ্যারিস কাউন্টির ঘটনা। পরিবারের সবাই একটি ঘরে বসে গল্প আড্ডায় মজেছিলেন। পাশের ঘরেই খেলা করছিল দুই শিশু। খেলার সময় হাতে বন্দুক তুলে নেয় তিন বছরের মেয়েটি। হঠাৎই দিদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় সে। ঘটনাস্থলের লুটিয়ে পরে চার বছরের মেয়ে। শহরের শেরিফ এড গঞ্জালেজ় টুইটারে এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘টেক্সাসের বামেল নর্থ হিউস্টনের একটি ফ্ল্যাটে এই কাণ্ড ঘটে যায়। সে সময় ওই ফ্ল্যাটে দুই শিশু-সহ মোট পাঁচ জন ছিলেন। তিন বছরের শিশুটি বন্দুকের নাগাল পেয়ে যায়। অনিচ্ছাকৃত ভাবে তার হাতের বন্দুক থেকে গুলি ছুটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার বছরের শিশুটির।
Advertisement
Advertisement



