ভুবনেশ্বর ,২৫ ফেব্রুয়ারি — শনিবার ভোরে ওড়িশার জাজপুরে বাংলার ৭ জন শ্রমিক ট্রাক দুর্ঘটনায় মারা গেছেন। এই শ্রমিকরা সকলেই বসিরহাট ২ নম্বর ব্লকের মাতিয়া থানার অধীন ধান্যকুড়িয়ার বাসিন্দা। মৃত ব্যক্তিরা হলেন সুরজ মন্ডল , মোহঃ আমিরুল আলী সর্দার, করিম সর্দার, মহঃ আরিফ সর্দার, মহঃ আমজাদ আলী সর্দার, জাহাঙ্গীর সর্দার, এবং মোয়াজ্জেম সর্দার। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। ১৬ নাম্বার জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
Advertisement



