বছরের শুরুর দিনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল রাজধানী দিল্লি । সুলতানপুরীতে গাড়ির নিচে পা আটকে যাওয়ায় প্রায় ১০-১২ কিলোমিটার রাস্তা ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে পৌঁছে গিয়েছিলেন অঞ্জলি সিং নামের ২০ বছরের তরুণী। সেই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সংসারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অসহায় অবস্থা বাড়ির সদস্যদের। এমন কঠিন পরিস্থিতিতে অঞ্জলির পাশে দাঁড়ালেন অভিনেতা শাহরুখ খান। দিল্লির তরুণীর পরিবারকে আর্থিক সাহায্য করল তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা।
জানা গিয়েছে, কিং খানের মীর ফাউন্ডেশন ইতিমধ্যেই অঞ্জলির পরিবারের কাছে আর্থিক সাহায্য পাঠিয়ে দিয়েছে। যদিও টাকার অঙ্ক গোপন রাখা হয়েছে। ২০১৩ সালের অক্টোবরে বাবা মীর তাজ মহম্মদ খানের স্মৃতিতে এই ফাউন্ডেশনটি গড়েছিলেন শাহরুখ। নানা আপদে-বিপদে মহিলাদের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য এই সংস্থার। অঞ্জলির পরিবারের দৈনন্দিন প্রয়োজন থেকে তাঁর মায়ের চিকিৎসার খরচের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তা সুনিশ্চিত করছে শাহরুখের সংস্থা।
Advertisement
Advertisement
Advertisement



