• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৪২ এই চলে গেলেন বিজেপি নেত্রী-অভিনেত্রী সোনালি ফোগট

পানাজি, ২৩ আগস্ট— মাত্র ৪২ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগট  ।  মঙ্গলবার সকালে  গোয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। ২০১৯ সালে হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। আদমপুর কেন্দ্রে কুলদীপ বিষ্ণইয়ের বিরুদ্ধে ভোটে লড়েছিলেন। যদিও হেরে যান এই নির্বাচনে।Advertisement ২০০৮ সালে বিজেপিতে যোগ দেন তিনি। বিজেপির

sonali phogat

পানাজি, ২৩ আগস্ট— মাত্র ৪২ বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগট  ।  মঙ্গলবার সকালে  গোয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।

২০১৯ সালে হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। আদমপুর কেন্দ্রে কুলদীপ বিষ্ণইয়ের বিরুদ্ধে ভোটে লড়েছিলেন। যদিও হেরে যান এই নির্বাচনে।

Advertisement

২০০৮ সালে বিজেপিতে যোগ দেন তিনি। বিজেপির মহিলা মোর্চার জাতীয় সহ সভাপতি পদেও ছিলেন তিনি। এছাড়াও হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়ে আদিবাসী শাখাতেও কাজ করেছেন তিনি।

Advertisement

টিকটকের মতো জনপ্রিয় প্ল্যার্টফর্মে নিজের প্রতিভার জোরে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এছাড়াও বিগবসেও অংশ নিয়েছিলেন তিনি। এছাড়াও ছোট পর্দাতেও তিনি অনেক কাজ করেছেন।

অভিনেত্রী ও বিজেপি নেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গেরুয়া শিবিরে। বিজেপির রাজ্য সভাপতি ওম প্রকাশ ধনকর বলেন, তাঁর মৃত্যু সত্যিই দুঃখজনক। হরিয়ানাতে তাঁর দেহ নিয়ে আসা হবে। সেখানেই শেষকৃত্য হবে তাঁর।

Advertisement