• facebook
  • twitter
Monday, 15 December, 2025

টাওয়ার তেজষ্ক্রিয় বিকিরণ নিয়ে সচেতনতা

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে টাওয়ারের তেজষ্ক্রিয়তার বিকিরণের বিষয়ে ক্ষতিকর দিকগুলি নিয়ে পরীক্ষার প্রতিবেদন পেশ করা হয়।

টেলি  যোগাযোগ বিভাগ কলকাতা , এলএসএ ইএমএফ রেডিয়েশন সচেতনতা ওয়েবিনার ও অন্যান্য কর্মসূচি পালন করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে টাওয়ারের তেজষ্ক্রিয়তার বিকিরণের বিষয়ে ক্ষতিকর দিকগুলি নিয়ে পরীক্ষার প্রতিবেদন পেশ করা হয়।

Advertisement

রাজ্যের ছেচল্লিশ হাজার পাঁচশো সাতাশিটি বিটিএসের মধ্যে তেইশ হাজার চারশো একানব্বইটির পরীক্ষা সমাপ্ত হয়েছে।

Advertisement

পরবর্তীতে এগুলি দেশের ইএমএফের সঙ্গে মূল্যায়নের পর তা সঙ্গতিপূর্ণ বলে জানানো হয়েছে। সভায় ডিওটি কলকাতা এলএসএ ডিডিজি তাপস পাল, ডিওটি কলকাতা এলএসএ নির্দেশক মিহির কুম্ভকার, ভারত সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ড . যোশী প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement