করোনার প্রকোপ এখনও কমেনি। অন্যদিকে বাড়ছে ওমিক্রন। তাই সকলকে সচেতন করতে শুক্রবার বর্ধমান শহরে অভিযানে নামে পুলিশ।
এদিন পার্কাস রোড এলাকায় জাতীয় সড়কে বর্ধমান জেলা পুলিশ ও বর্ধমান থানার উদ্যোগে পথ চলতি সকলকে সচেতন করা হয়।
Advertisement
বর্ধমান থানার আই সি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা বাইকচালক, টোটো সওয়ারি, সাইকেল আরোহী, পথ চলতি মানুষজন ও অন্যান্য যানবাহনে থাকা লোকজনদের মাস্ক পড়ে বাইরে ঘোরাফেরার পরামর্শ দিয়েছেন। যাদের মাস্ক ছিল না তাদের মাস্ক দেওয়া হয়। মাইকে অনবরত সচেতনতার প্রচারও করা হয়।
Advertisement
জেলার অন্যান্য থানা এলাকাতেও এদিন পুলিশ সাধারণ মানুষের মধ্যে আনতে অভিযান সচেতনতা চালিয়েছে। এদিন সন্ধ্যায় পথ শিশুদের কেক বিতরণও করে পুলিশ।
Advertisement



