• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

এক স্কুল শিক্ষিকার অভিযোগ পেয়ে দুই বানজারা মহিলাকে আটক করে লেকটাউন থানার পুলিশ

স্বপ্না হালদার এক স্কুল শিক্ষিকা তাঁর বেতনের টাকা তুলে বাসে করে গতকাল ফিরছেলেন।বাসে ২ মহিলা (পূজা বেদ ৩০+, পিঙ্কি বেদ ৩১+, তাঁর গায়ে বারবার ধাক্কা দিচ্ছিল।

Boy hold cage with eye sad and hopeless

স্বপ্না হালদার নামক এক স্কুল শিক্ষিকা তাঁর বেতনের টাকা তুলে বাসে করে গতকাল ফিরছেলেন। বাসে ২ মহিলা (পূজা বেদ ৩০+, পিঙ্কি বেদ ৩১+, তাঁর গায়ে বারবার ধাক্কা দিচ্ছিল।

এরই মাঝে তাঁরা ওই শিক্ষিকার ব্যাগের চেন খুলে টাকা বার করে নেয় বলে অভিযোগ।

Advertisement

পাতিপুকুর গওলাবাগানে নামার পর বুঝতে পাড়ায় লেকটাউন থানায় তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই মহিলাকে আটক করে। তাঁদের থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া জিনিস ও অর্থ।

Advertisement

দুজনকেই আজ বিধান নগর আদালতে তোলা হবে। তারা হাওড়া এলাকার বস্তির বাসিন্দা বলে জানা গেছে।

Advertisement