• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সুদের টাকা আনতে গিয়ে নিখোঁজ মহিলা

পরিবারের অভিযোগ, গুম করে দেওয়া হয়েছে তাকে। এখনও পর্যন্ত খোঁজ না মেলায় গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ডের রাস্তা অবরোধ করে এলাকার লোকজন।

An abused woman trying to defend herself

সুদের পাওনা টাকা আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক মহিলা। এমনি ঘটনা ঘটেছে নিউটাউনের বুকে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ মহিলার নাম ননিবালা গাইন। ৪০ বছর বয়স তাঁর। শুলংগুড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা ননিবালাদেবী। গত ৪ দিন ধরে নিখোঁজ সে।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, গৌরাঙ্গনগরের অটোস্টান্ডের কাছে মুরগির মাংসের দোকানের মালিক বিনয় মণ্ডল ও মৃণ্ময় মণ্ডল ননিবালার কাছ থেকে সুদে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছিলেন।

Advertisement

১৯ তারিখে সেই পাওনা টাকা আনতে তাদের দোকানে যান ননিবালা। দোকানে টাকা আনতে ঢুকলেও তাঁকে আর কেউ বেরোতে দেখেননি দোকান থেকে।

এরপর সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের মধ্যে। কোথায় গেলেন ওই মহিলা, তা নিয়ে আতঙ্কিত পরিবার সহ প্রতিবেশীরা।

পরিবারের অভিযোগ, গুম করে দেওয়া হয়েছে তাকে। এখনও পর্যন্ত খোঁজ না মেলায় গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ডের রাস্তা অবরোধ করে এলাকার লোকজন।

এদিকে ইতিমধ্যেই নিউটাউন থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মুরগির দোকানে থাকা বিনয় মণ্ডল ও মৃন্ময় মণ্ডলকে।

Advertisement