• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এবার সরকারী কর্মচারীদের কান মূলে দেওয়ার নিদান মুখ্যমন্ত্রীর

এদিন কাজ ফেলে রাথার অভিযোগ আসতেই সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধে কার্যত রেগে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “ আট বছর ধরে জলপ্রকল্পের কাজ পড়ে রয়েছে কেন?”

পুরুলিয়ার পর এবার বাঁকুড়া থেকেও প্রশাসনের অন্দরের ঘুঘুর বাসা ভাঙার নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কাজ ফেলে রাথার অভিযোগ আসতেই সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধে কার্যত রেগে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “আট বছর ধরে জলপ্রকল্পের কাজ পড়ে রয়েছে কেন?”

Advertisement

একইসঙ্গে তাঁর দাওয়াই, “সংশ্লিষ্ট বিভাগের কান মুলে দেওয়া উচিত।”

Advertisement

এদিন বাঁকুড়ায় প্রশাসনিক সভায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিভিন্ন প্রকল্পের কাজ বাকি থাকার অভিযোগ পেয়েছিলেন তিনি। তার পরই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমি চাই আগামী দিনে রাজ্যের শহরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে বাংলার ডেয়ারির স্টল খোলা হোক। আর গ্রামাঞ্চলে অন্তত প্রতিটি ব্লকে একটি করে স্টল খোলা হোক।

সেই সঙ্গে মৎস্য ও পশুপালন বিভাগের সঙ্গে আলোচনা করে মাদার ডেয়ারির স্টলেই যদি মাছ বিক্রির ব্যবস্থা করা যায়, তাহলে মানুষের সুবিধা হবে বলে জানিয়েছেন মমতা।

Advertisement