• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বাংলা ভাগে দিলীপে ‘সায়’ নেই লকেট-রাহুলদের

বিজেপির লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'আমরা বাংলা ভাগ হতে দেব না। অপরদিকে আদি বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, 'বাংলা ভাগ নিয়ে দলগত আলােচনা হয়নি'।

লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহা (Photo:SNS)

একুশে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল হয়নি তাে কি হয়েছে? বাংলা ভাগ নিয়ে দড়ি টানাটানি তাে করা যায়! হ্যাঁ। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা একসময় বাংলা ভেঙে আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। যা নিয়ে বিজেপির আভ্যন্তরীণ নেতৃত্বে মতবিরােধ রয়েছে।

এবার সেই জন বার্সাকে পাশে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ জানিয়েছেন-দেশ স্বাধীন হওয়ার পর থেকে উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি। এখনও শিক্ষা, চাকরি, স্বাস্থ্য এর জন্য উত্তরবঙ্গের মানুষ কে অনেকদূর যেতে হয়।

Advertisement

জঙ্গলমহলের মানুষদের শাল পাতা, কেন্দুপাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয়। কোথাও কোনও সামগ্রিক উন্নয়ন হয়নি। তবে টুচড়ায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজেপির লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমরা বাংলা ভাগ হতে দেব না। অপরদিকে আদি বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, ‘বাংলা ভাগ নিয়ে দলগত আলােচনা হয়নি’।

Advertisement

Advertisement