• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নিমতিতা কাণ্ডে ধৃতদের পেতে চায় এনআইএ 

সােমবার কলকাতার সিটি সেশন কোর্টে এনআইএ এজলাসে উঠে মুর্শিদাবাদের নিমতিতা বিস্ফোরণ মামলা।

প্রতীকী ছবি (Photo: iStock)

সােমবার কলকাতার সিটি সেশন কোর্টে এনআইএ এজলাসে উঠে মুর্শিদাবাদের নিমতিতা বিস্ফোরণ মামলা। এই মামলায় সম্প্রতি তদন্তকারী সংস্থা বদল হয়েছে। আগে ছিল রাজ্যের গােয়েন্দা সংস্থা সিআইডি, এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।

আজ সিটি সেশন কোর্টের এনআইএ এজলাসে তদন্তকারী সংস্থা এনআইএ’র তরফে এই মামলায় ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানাে হয়। উল্লেখ্য, বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের দুজন বর্তমানে সিআইডির হেফাজতে রয়েছে। 

Advertisement

গত ১৭ ফেব্রুয়ারিতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে সন্ধে বেলায় বিস্ফোরণ ঘটে। এতে রাজ্যের মন্ত্রী জাকির হােসেন সহ বেশ কয়েক জন আহত হন। 

Advertisement

২৬ ফেব্রুয়ারিতে রাজ্যের গােয়েন্দা সংস্থা সিআইডি সুতি থানা থেকে দুজনকে গ্রেপ্তার করে থাকে। রাজ্যের তরফে এই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল সিআইডির হাতে। পরে কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থা এনআইএ এই মামলার তদন্তভার নেয়। 

সােমবার তাই তারা সিআইডির হেফাজতে থাকা দুজনকে তদন্তের প্রয়ােজনে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিটি সেশন কোর্টের এনআইএ এজলাসে।

Advertisement