• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

চিটফান্ড কেলেঙ্কারির ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার ২

অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দিয়ে কলকাতার একাধিক ব্যবসায়ী ও বিত্তশালীদের কাছ থেকে টাকা তুলেছে এই চিটফান্ড সংস্থা।

প্রতীকী ছবি (Photo:iStock).

কলকাতার বুকে চিটফান্ডের রমরমা কারবার নিয়ন্ত্রণে আনতে আগেই উদ্যোগী হয়েছিল সিআইডি।

কোটি কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারির ঘটনায় আগেই চিটফান্ড সুরানা গ্রুপ ফান্ডের কর্ণধার শান্তি সুরানাকে গ্রেফতার করা হয়েছে।

রাজ্যের ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স উইং শান্তি সুরানাকে গ্রেফতার করে। এই চিটফান্ড সংস্থার টার্গেট ছিলেন মূলত বিত্তশালীরা।

অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দিয়ে কলকাতার একাধিক ব্যবসায়ী ও বিত্তশালীদের কাছ থেকে টাকা তুলেছে এই চিটফান্ড সংস্থা।

এবার এই চিট ফান্ড কেলেঙ্কারির ঘটনায় রাজস্থান থেকে চিটফান্ড কর্তা সুরানার মেয়ে ও স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হল সিআইডি।