• facebook
  • twitter
Friday, 30 January, 2026

১০ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ধৃত যুবক

১০ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করার অভিযােগে পুলিশের হাতে গ্রেফতার হল উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার এক যুবক।

প্রতিকি ছবি (File Photo: iStock)

১০ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করার অভিযােগে পুলিশের হাতে গ্রেফতার হল উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার এক যুবক। দুপুর তিনটে থেকে নির্যাতিতার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্যাতিতার পরিবারের লােক জানিয়েছে খেলার জন্য সে মাঠে গিয়েছিল। তারপর সে আর ফিরে আসেনি। পরে কাছের একটি বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়।

হরিদ্বারের পুলিশ সুপার (সিটি) কমলেশ উপাধ্যায় বলেছেন, ঋষিকুল কলােনির নিখোঁজ মেয়েটির পরিবারের লােক আমাদের জানাতেই তল্লাশি শুরু করে অফিসারেরা। তিনতলা বিল্ডিংয়ের আলমারির ভিতর দড়ি বাঁধা অবস্থাতে তার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাতে দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত রামতীর্থ যাদব ওই বাড়ির ঘরে ভাড়া থাকে। রাজীব নামে অপর অভিযুক্ত পলাতক। তাকেও খোঁজ করা হচ্ছে। 

Advertisement

তিনি আরও জানিয়েছেন, এই দুই অভিযুক্ত খেলনার লােভ দেখিয়ে বালিকাকে নিয়ে গিয়েছিল। তারপর তারা এই অপরাধ করে। তার পরিবারের লােককে বিভ্রান্ত করতেই দুই অভিযুক্ত নিখোঁজ বালিকাকে খোঁজার কাজেও যােগ দিয়েছিল। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারাতে মামলা দায়ের হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Advertisement

Advertisement