• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শিশুকে খুন করল বিধবা জেঠিমা

পুলিশ সূত্রে খবর, গত সোমবার শামা পারভিন নামে টিকিয়াপাড়া শ্রীনাথ লেনের এক বাসিন্দা পুত্রসন্তানের জন্ম দেন হাওড়া জেলা হাসপাতালে।

টিকিয়াপাড়ায় শিশু খুনের ঘটনায় গ্রেফতার জেঠিমা। পুলিশ সূত্রে খবর, গত সোমবার শামা পারভিন নামে টিকিয়াপাড়া শ্রীনাথ লেনের এক বাসিন্দা পুত্রসন্তানের জন্ম দেন হাওড়া জেলা হাসপাতালে।

গত বুধবার হাসপাতাল বাড়ি ফেরার পর শুক্রবার নিজের ঘরে ঘুমোনোর সময় তাঁর শিশু চুরি হয়ে যায়।

Advertisement

অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। শনিবার শামার বাড়িরই জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় শিশুর নিথর দেহ।

Advertisement

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদের পর শিশুটির জেঠিমার উপর সন্দেহ হওয়ায় তাঁকে আটক করা হয়। রবিবার তাঁকে গ্রেফতার করে তাকে।

পুলিশ সূত্রে খবর, শিশুটির জেঠিমার নামও শামা পারভিন। বেশ কিছু দিন আগে তাঁর স্বামীর মৃত্যু হয়।

তার পর দেওর মহম্মদ সুলতানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু দেওরের বিয়ে এবং তাঁর সন্তান হওয়ার পর ‘আশঙ্কা’য় ভুগছিল অভিযুক্ত।

সূত্রের খবর, সুলতান বিয়ে করুক কিংবা তাঁর কোনও সন্তান হোক, সেটা কোনও ভাবেই শামা চাননি।

তিনি চেয়েছিলেন সুলতানের সব সম্পত্তি পাক তাঁর সন্তান। টিকিয়াপাড়ার এই ঘটনায় শামার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

Advertisement