এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের গোন্ডা জেলা। এক তরুণী তার শিশুকন্যাকে একটি ট্র্যাক্টরের সামনে ছুঁড়ে ফেলেন। যদিও সময়মতো ট্রাক্টর চালকের বিচক্ষণতায় অল্পের জন্য প্রাণে বাঁচে শিশুটি।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কর্নেলগঞ্জ থানা পুলিশের অন্তর্গত লালে মৌ গ্রামের বাসিন্দা দুই ভাইয়ের মধ্যে চলতে থাকা জমি নিয়ে বিরোধের জেরই এই ঘটনা।
Advertisement
রবিবার এক ভাই অন্যের জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করতে গেলেই ঘটনার সূত্রপাত। বহুবার ট্রাক্টর থামাতে বলে না থামলে এক ভাইয়ের স্ত্রী তার শিশুকন্যাকে সেই ট্রাক্টরের সামনে ফেলে দেয়।
Advertisement
পুরো ঘটনাটি স্থানীয় বাসিন্দা একটি মোবাইলে ভিডিও করেন এবং ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর সঙ্গে-সঙ্গে ভাইরাল হয়ে যায়।
গোন্ডা জেলার এসপি আকাশ তোমর বলেছেন যে তিনি ভিডিও ক্লিপটি দেখেছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Advertisement



