গান্ধি মূর্তির সামনে রাজ্যপালের অনুষ্ঠান, বিক্ষোভকারীদের সরালো পুলিশ

গান্ধিজির প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্যপালের অনুষ্ঠান ছিল গান্ধি মূর্তির সামনে।গান্ধি মূর্তির সামনে ১০৫দিন লাগাতার বিক্ষোভ করছেন শিক্ষক পদে চাকরীপ্রার্থীরা।

Written by SNS Kolkata | January 31, 2022 11:09 am

গান্ধি মূর্তির সামনে রাজ্যপাল (File Photo: SNS)

গান্ধিজির প্রয়াণ দিবস উপলক্ষে রবিবার রাজ্যপালের এক অনুষ্ঠান ছিল গান্ধি মূর্তির সামনে। কিন্তু এই গান্ধি মূর্তির সামনেই ১০৫ দিন ধরে লাগাতার বিক্ষোভ অবস্থান করছেন শিক্ষক পদে চাকরীপ্রার্থীরা। কিন্তু অভিযোগ, এদিন তাঁদের গান্ধি মূর্তির পাদদেশ থেকে তাঁদেরকে গ্রেফতার করে এবং বিক্ষোভ তুলে দেয় পুলিশ।

অভিযোগ, এদিন সকালে বিক্ষোভকারীদের তুলে দেয় পুলিশ। উল্লেখ্য, ২০১৬ সালে এসএলএসটি পাশ চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে এই গান্ধিমূর্তির সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন।

তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর আশ্বাস কার্যকর করতে হবে এবং মেধাতালিকাভুক্ত অথচ চাকরি থেকে বঞ্চিত সকল শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের অতিদ্রুত চাকরিতে নিয়োগের সুব্যবস্থা করতে হবে।

তবে এদিন অনুমতি থাকা সত্ত্বেও তাঁদেরকে তুলে দেওয়ার অভিযোগ তুলছেন বিক্ষোভকারীরা। যদিও পুলিশের বক্তব্য, গান্ধিজির প্রয়াণ দিবস হিসেবে বিশেষ অনুষ্ঠান ছিল এই দিন।