পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারেন রাকেশ আস্থানা

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছের মানুষ হিসেবে পরিচিত সিবিআই-এর প্রাক্তন স্পেশাল ডিরেক্টর ও পরে দিল্লি পুলিশের কমিশনার ছিলেন আস্থানা।

Written by SNS Delhi | August 9, 2022 4:34 pm

কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছের মানুষ হিসেবে পরিচিত সিবিআই-এর প্রাক্তন স্পেশাল ডিরেক্টর ও পরে দিল্লি পুলিশের কমিশনার ছিলেন আস্থানা।

গত জুলাই মাসেই মেয়াদ শেষ করেছেন রাকেশ আস্থানা ইতিমধ্যেই দিল্লির রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে যে, পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হতে চলেছেন উনিশশো চুরাশি ব্যাচের এই আইপিএস।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে দাবিদার হওয়ার পর পশ্চিমবঙ্গের দায়িত্ব পান মণিপুরের রাজ্যপাল লা গনেশন।

তিনি মণিপুরের রাজ্যপালের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পশ্চিমবঙ্গের দায়ভার সামলাচ্ছিলেন।