দিনেদুপুরে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে এক প্রাক্তন শিক্ষিকার গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লাে এলাকায়। সােমবার সুতাহাটা থানার অন্তর্গত ভূপতিনগর গ্রামে স্থানীয় সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা রাশমনি দে কাঞ্চি লালের ( ৭০ ) গলাটা দেহ বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজনেরা। এর পরেই চাপ ল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই শিক্ষিকা বাড়িতে একাই থাকতেন। রক্তাক্ত দেহ উদ্ধার এর কিছুক্ষণ আগে তিনি কোথাও থেকে এসে বাড়িতে ঢােকেন। এর কিছু সময় এর মধ্যেই স্থানীয় মানুষজন এরা ওই শিক্ষিকার বাড়ির ভেতর থেকে গলাকাটা রক্তাক্ত দেহ দেখতে পান। ঘটনায় সঙ্গে সঙ্গে স্থানীয় সুতাহাটা থানার খবর দেওয়া হলে সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়। ঘটনা তদন্তে নেমেছে সুতাহাটা থানার পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



