• facebook
  • twitter
Friday, 5 December, 2025

খড়গপুরের কাজীচক গ্রামে সিলিন্ডার ফেটে জখম ৫

খড়গপুর লােকাল থানার অন্তর্গত সাঁকোটির কাছে কাজীচক গ্রামে পিয়ারজান বিবির বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন জখম হন।

প্রতিকি ছবি (Photo: iStock)

খড়গপুর লােকাল থানার অন্তর্গত সাঁকোটির কাছে কাজীচক গ্রামে পিয়ারজান বিবির বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন জখম হন।

সিলিন্ডারের সংযােগ নিয়ে এক মিস্ত্রি কাজ করছিলেন । সেই সময় অসাবধানতা বশত সিলিন্ডার ফেটে যায়। সাত বছরের একটি শিশু সহ পাঁচজন জখম হন। জখমদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

Advertisement

Advertisement