• facebook
  • twitter
Friday, 5 December, 2025

খড়গপুরে প্রতিবাদে ইসকন, সঙ্গী বিধায়কও

বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে খড়্গপুরের তালবাগিচায় মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানালেন ইসকন মন্দিরের সাধুরা, ইসকনের ভক্তরা এবং এলাকার সাধারণ মানুষ।

বিধায়ক হিরণ চ্যাটার্জী (Photo: Facebook @HiraanC)

বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার খড়্গপুরের তালবাগিচায় মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানালেন স্থানীয় ৩৩ নং ওয়ার্ডের ইসকন মন্দিরের সাধুরা, ইসকনের ভক্তরা এবং এলাকার সাধারণ মানুষ।

এই মিছিলে যোগ দেন খড়গপুর বিধায়ক হিরন্ময় সদরের চট্টোপাধ্যায় ওরফে হিরণও। ৩৩ নং ওয়ার্ডের জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে তালবাগিচা বাজার ঘুরে মিছিলটি শেষ হয়।

Advertisement

মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলারানী অধিকারী, প্রকৃতিরঞ্জন দাস, বিবেকানন্দ ভট্টাচার্য, সুমন্ত বিশ্বাস, বিশ্বনাথ সরকারের মতো বিজেপির পরিচিত মুখও এই প্রতিবাদ মিছিলে সামিল হন।

Advertisement

Advertisement