• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোয়ালিফাই করল মুম্বই

কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার পরাজিত হওয়ায় প্রথম দল হিসাবে মুম্বই ইন্ডিয়ান্স মরুশহরে ত্রয়ােদশতম আইপিএলে কোয়ালিফাই করল।

কেকেআর-এর উইকেটের পতনের পর মুম্বাই ইন্ডিয়ান্স-দের উচ্ছাস (Photo: IANS)

কষ্ট করতে হল না মুম্বই ইন্ডিয়ান্সকে। কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার পরাজিত হওয়ায় প্রথম দল হিসাবে মরুশহরে গতবারের চ্যাম্পিয়নরা ত্রয়ােদশতম আইপিএলে কোয়ালিফাই করল।

পঞ্চমবার রেকর্ড খেতাব জয় করার জন্য মুম্বই যে আরাে একবার প্রবল দাবীদার তা ভালােভাবে বলা যায়।

Advertisement

এদিকে কুইন্টন ডি কক বলেন, ‘আমি সবসময় ওপেনিংয়ে নেমে দলকে ভালাে করে শুরু করে দেওয়ার চেষ্টা করি। যাতে পরের দিকে ব্যাটসম্যান ফ্রিভাবে খেলতে পারেন। আমি সবসময় পাওয়ার প্লে-তে বড় শট মেরে যতটা বেশি রান তুলে নেওয়ার চেষ্ট করি। আর খেলায় নিজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি।’

Advertisement

Advertisement