• facebook
  • twitter
Wednesday, 14 January, 2026

স্বজনপোষণের অভিযোগে ফের বিদ্ধ গম্ভীর

পার্ট টাইম বোলিং করলেও আয়ুষ মূলত একজন ব্যাটসম্যান। তার উপর চলতি বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে চূড়ান্ত ব্যর্থ তিনি।

ফের বিতর্কে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাঁর পরিবর্তে লখনউ সুপার জায়েন্টের অলরাউন্ডার আয়ুষ বদোনিকে ভারতীয় শিবিরে যোগ দিতে বলা হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, ঘরোয়া ক্রিকেটে চূড়ান্ত ব্যর্থ বদোনিকে কিভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ডাকা হলো? কেন সুযোগ পেলেন না অক্ষর প্যাটেল? আর এই প্রসঙ্গে ফের একবার ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের বিপক্ষে স্বজনপোষণের অভিযোগ তোলা হচ্ছে। বলা হচ্ছে, শুধুমাত্র কোচের পছন্দের তালিকায় রয়েছেন বলে সহজেই ভারতীয় দলে জায়গা পেয়ে গেলেন বদোনি।

এদিকে, পার্ট টাইম বোলিং করলেও আয়ুষ মূলত একজন ব্যাটসম্যান। তার উপর চলতি বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে চূড়ান্ত ব্যর্থ তিনি। তিন ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১৬ রান। আর এরফলেই প্রশ্ন উঠছে, স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে কেন ওয়াশিংটনের বদলি হিসেবে ভারতীয় দলে সুযোগ দেওয়া হলো না? ক্রিকেটপ্রেমীদের একাংশ দাবি করেছেন, লখনউয়ের মেন্টর থাকাকালীন বদোনিকে বেশ স্নেহ করতেন গম্ভীর। তাই হয়তো ফর্মে না থাকলেও ভারতের একদিনের দল প্রথমবারের জন্য জায়গা করে নিলেন আয়ুষ বদোনি। এখন দেখার বিষয়, ভারতের জার্সিতে তিনি আদৌ ভালো পারফরম্যান্স উপহার দিতে পারেন কি না? তার উত্তর অবশ্য সময়ই দেবে।

Advertisement

Advertisement

Advertisement