• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

নিজের অফ-ফর্মের কথা স্বীকার করলেন সূর্যকুমার

তিনি যে কঠোর পরিশ্রম করছেন সেকথাও এদিন জানাতে ভুললেন না তিনি। সূর্য বলেন, তিনি সবসময় ইতিবাচক থাকতে পছন্দ করেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

চলতি বছরে একেবারেই নিজের চেনা ফর্মের ধারে-কাছে নেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনকি, একটি অর্ধশতরান বা শতরানের ইনিংস আসেনি তাঁর ব্যাট থেকে। এশিয়া কাপে তাঁর সর্বোচ্চ রান ৪৭। দক্ষিণ আফ্রিকা সিরিজে সর্বোচ্চ ৩৭। বছরের শুরু থেকে এখনও অবধি মোট ১৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে সূর্যের অবদান মাত্র ২১৮ রান। বিশ্বকাপের আগে তাঁর এই অফ-ফর্ম স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে ভারতীয় শিবিরের। নিজের এই খারাপ পারফরম্যান্স নিয়ে এবার মুখ খুলেছেন সূর্য। আশাপ্রকাশ করে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের আগেই তিনি হয়তো নিজের চেনা ফর্মে ফিরে আসবেন।

সম্প্রতি আহমেদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সূর্য জানান, একজন খেলোয়াড় সব সময় ভালো ফর্মে থাকে না। আর এখান থেকে সেই খেলোয়াড়কে শিক্ষা নিতে হয় বলে মনে করছেন তিনি। একইসঙ্গে সূর্য বলেন, এটা তাঁর জন্যও শেখার সময়। খারাপ এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই তিনি ফর্মে ফিরবেন বলেও জানাতে ভোলেননি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। এই প্রসঙ্গে সূর্য আরও বলেন, দলের বাকি খেলোয়াড়রাই আপাতত তাঁর এই ব্যর্থতা ঢেকে দিচ্ছে।

Advertisement

সূর্য মনে করছেন, আগামী নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে তিনি ফর্মে ফিরে আসবেন। এজন্য, তিনি যে কঠোর পরিশ্রম করছেন সেকথাও এদিন জানাতে ভুললেন না তিনি। সূর্য বলেন, তিনি সবসময় ইতিবাচক থাকতে পছন্দ করেন। তাই, আপাতত কোনওরকম নেতিবাচক ভাবনা তাঁর নেই। আগামী বছর দেশের মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এই দুটি টুর্নামেন্ট আপাতত কঠিন পরীক্ষা হতে চলেছে অধিনায়ক সূর্যকুমারের জন্য। এতে ব্যর্থ হলেই হয়তো দল থেকে বাদ পড়তে হবে তাঁকে। একথা ভালোভাবে জানেন সূর্য নিজেও। আর তাই এখন থেকে এই দুটি টুর্নামেন্টের জন্য আলাদাভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। এখন দেখার বিষয় হল এই যে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের ব্যাটে আদেও রানের খরা কাটে কি না?

Advertisement

Advertisement