অধিনায়ক সূর্য কুমার যাদবের সাম্প্রতিক ফর্ম চিন্তায় রাখছে ভারতীয় দলকে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর ছন্দে ফেরার কথা জানিয়েছেন সূর্যকুমার যাদব। কিন্তু ঠিক কী করতে হবে তার জন্য? সেই উপায় বলে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার রিকি পন্টিং। একই সঙ্গে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের অফ ফর্মে কিছুটা অবাক তিনি।
ভারতের মাটিতে আগামী ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসর বসতে চলেছে। গতবারের চ্যাম্পিয়ন ভারত। এবার খেতাব ধরে রাখার জন্য সূর্যকুমার যাদবের ব্যাটে রান আসাটা খুবই দরকার। যা নিয়ে পন্টিং বলছেন, সূর্যর সাম্প্রতিক দুর্বল ব্যাট দেখে আমি অবাকই হয়েছি। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ও দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফর্ম করেছে। কিন্তু এখন একটু সমস্যায় পড়েছে। কিন্তু কোথায় সমস্যা হচ্ছে? পন্টিংয়ের জবাব, আমি ওর সেরা ফর্মের খেলা দেখেছি। প্রথমে ৬ থেকে ৮টা বলে রান করতে ও সময় নেয়। তারপর ব্যাট চালানো শুরু করে।
Advertisement
তখন মনে হয়, ওকে আউট করা কঠিন। ঠিক যেমন ট্র্যাভিস হেডের ক্ষেত্রে হচ্ছে। আমি সূর্যকে পরামর্শ দেব, নিজের উপর ভরসা রাখো। আত্মবিশ্বাসী থাকো। রান করার কথা ভাবো, আউট হওয়ার কথা ভেবো না। তুমি তো নিজেকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছে। আরেকবার সবার সামনে নিজেকে প্রমাণ করো। সাম্প্রতিক অতীতে একেবারেই ফর্মে নেই সূর্যকুমার। গত বছর একটিও অর্ধশতক করতে পারেননি। ২০২৫ সালে ১৯ ইনিংসে মাত্র ২১৮ রান করেছেন। গড় মাত্র ১৩.৬২। সর্বোচ্চ এশিয়া কাপে করা ৪৭ রান।
Advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ৩-১ ব্যবধানে ভারত সিরিজ জিতেলেও চার ইনিংসে সূর্যকুমার করেছেন মাত্র ৩৪ রান। গড় মাত্র ৮.৫০রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবে ভারতীয় দল। এখন দেখার বিষয়, ব্যাটে রানের খরা কাটাতে পারেন কিনা ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক।
Advertisement



