• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতীয়দের পানের পিকে লাল লন্ডনের রাস্তা, নাজেহাল ব্রেন্ট কাউন্সিল

কঠোর জরিমানার পথে প্রশাসন

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইংরেজ শাসকের অত্যাচারে একসময় অতিষ্ঠ হয়েছিল গোটা ভারত। কিন্তু সেই ব্রিটিশদের দেশেই এখন যেন উলটপুরাণ। লন্ডনের ঝকঝকে রাস্তা, ফুটপাত, বাজার-এলাকার টাইলস — সব জায়গাতেই দেখা যাচ্ছে পানের পিক আর গুটখার লাল দাগ। অভিযোগ, এই নোংরা করার জন্য মূলত দায়ী দক্ষিণ এশীয় দেশগুলি, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের কিছু মানুষ এরজন্য দায়ী। ফলে নাজেহাল হয়ে পড়েছে সেখানকার স্থানীয় প্রশাসন। লন্ডনের রাস্তাঘাটের এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা যেমন বিরক্ত, তেমনই প্রশাসনও এবার কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।

শহরের নানা জায়গা এমনভাবে নোংরা হয়ে উঠেছে যে দূর থেকে দেখলে মনে হতে পারে— এ যেন লন্ডন নয়; ভারত, বাংলাদেশ বা পাকিস্তানের কোনও রেল স্টেশন চত্বর। দেওয়ালের নিচের দিক থেকে টাইলস মোড়া ফুটপাত পর্যন্ত সবই পানের পিক আর গুটখার থুতুর লালচে দাগে ভরে আছে।

Advertisement

প্রশাসনের অভিযোগ, প্রকাশ্যে এভাবে পানের পিক ফেলা বন্ধ করতে বহু সতর্কীকরণ বোর্ড লাগানো হলেও তাতে লাভ হয়নি। বিশেষভাবে গুজরাতি ভাষায় বার্তা লিখে একাধিকবার বোঝানোর চেষ্টাও করা হয়েছে। ব্রেন্ট কাউন্সিলের হিসেব অনুযায়ী, প্রতি বছর রাস্তা, বিল্ডিংয়ের দেওয়াল, দোকানঘরের সামনের টাইলস থেকে পানের দাগ তুলতেই খরচ করতে হচ্ছে প্রায় ৩০ হাজারেরও বেশি পাউন্ড। এত বিপুল পরিমাণ ব্যয় করতে করতে প্রশাসন কার্যত তিতিবিরক্ত।

Advertisement

এ অবস্থায় কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে— এ বার থেকে যারাই রাস্তায় বা দেওয়ালে পানের পিক ফেলতে গিয়ে ধরা পড়বেন, তাঁদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। কোনও রকম ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি ব্রেন্ট কাউন্সিল সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গিয়েছে, লন্ডনের অনেক জায়গায় পানের পিক জমে লাল হয়ে থাকা দেওয়াল পরিষ্কার করছেন একজন কর্মী। সেই ছবিতে আরেকজনকে বলতে শোনা যায়— ‘আমাদের এলাকায় বহু লোক রাস্তায় পিক ফেলে নোংরা করছে। তাই এখন সর্বত্র নজরদারি চলছে। যে-ই দায়ী হোক, তাঁকে ধরা হবে। প্রতিদিন এই নোংরা পরিষ্কার করতে আমাদের প্রচুর অর্থ খরচ হচ্ছে।’

শহরের পরিবেশ নোংরা করার বিরুদ্ধে কাউন্সিল যে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে, তা জেনে সন্তোষ প্রকাশ করেছেন পরিষদ পরিচালনা ও নজরদারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার ক্রুপা শেঠ। তাঁর মতে, নিয়ম ভেঙে রাস্তাঘাট নোংরা করলে কড়া শাস্তি দিতেই হবে, নইলে শহরের সৌন্দর্য রক্ষা করা অসম্ভব।

Advertisement