বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়ার ঠিক আগে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ বিধায়কদের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন নীতিশ কুমার। বুধবার পাটনায় অনুষ্ঠিত এনডিএ-র বৈঠকে উপস্থিত সকল বিধায়ক একসুরে নীতিশের নাম প্রস্তাব করেন। এর ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল।
জানা গিয়েছে, বৈঠকের শুরুতে জেডিইউ বিধায়করা আলাদা করে নীতিশ কুমারকে তাঁদের দলের নেতা নির্বাচিত করেন। এর পর এনডিএ-র অংশভুক্ত অন্যান্য দল—বিজেপি, হাম, ভিআইপি-সহ জোটের সব বিধায়করাই নীতিশকে জোটের নেতা হিসেবে বেছে নিয়েছেন। দলের ভেতরে কোনও আপত্তি বা মতবিরোধ না থাকায় সিদ্ধান্তটি দ্রুত গৃহীত হয়।
Advertisement
রাজনৈতিক মহলের মতে, নীতিশকে ঘিরে জোটের এই ঐক্য বিহারের ভবিষ্যৎ প্রশাসনিক স্থিতি আরও মজবুত করবে। নীতিশ কুমার গভর্নরের কাছে আনুষ্ঠানিকভাবে বিধায়কদের সমর্থনপত্র জমা দিয়ে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রদর্শন করবেন এবং এরপরই শপথগ্রহণের তারিখ ঘোষণা করা হবে। রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী নীতিশ আবারও রাজ্যের প্রধান দায়িত্ব নিতে চলেছেন— এমন বার্তাই মিলেছে জোটের ভেতর থেকে।
Advertisement
এনডিএ শরিকদের বক্তব্য, নতুন সরকারের উন্নয়নমূলক কাজ, পরিকাঠামো বিস্তার, শিল্পায়ন এবং কৃষিজ প্রকল্পে জোর দেবে। বিহারের তরুণসমাজ ও কৃষকদের জন্য নতুন কর্মসূচি আনারও ইঙ্গিত দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত নেতারা মনে করছেন, নির্বাচনী ফলাফলের পর দ্রুত জোটনেতা নির্বাচন থেকে পরিষ্কার, রাজ্যে সরকার গঠনে সম্পূর্ণভাবে প্রস্তুত এনডিএ।
Advertisement



