• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাওড়ায় বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের

ময়নাতদন্তের জন্য মৃতদের দেহ উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতীকী চিত্র

বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। উলুবেড়িয়া-আমতা রোডে শুক্রবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সম্ভবত কোনও গাড়ির ধাক্কাতেই ওই দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদের দেহ উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা শুক্রবার রাতে একটি বাইক পড়ে থাকতে দেখেন। সেই বাইকের পাশে ওই দুই যুবকের দেহ পড়েছিল। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘পুরো রাস্তা চাপ চাপ রক্ত পড়েছিল। সম্ভবত কেউ চাপা দিয়ে চলে গিয়েছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’

Advertisement

Advertisement

Advertisement