মুর্শিদাবাদের হরিহরপাড়ার রাজ্যসড়কে বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের হাত কেটে রাস্তায় ছিটকে পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত যুবক মানিক মণ্ডল (৩০), বাড়ি গরিবপুর ফরাজি পাড়ায়। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তার হাত প্লাস্টিকে ভরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই যাত্রী— আলামিন হক (২৮), বাড়ি বেলডাঙা ও সান্তনা হালদার (৭২), বাড়ি দোগাছি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে চলন্ত বাসের জানলা দিয়ে কয়েকজন যাত্রী হাত বের করে বসেছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক বাসের পাশে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে বাসের ভিতরের সবাই ধাক্কা খেয়ে জখম হন। ঘটনার সময় মানিকের হাত বাসের জানালার বাইরে ছিল, যা কেটে রাস্তায় ছিটকে পড়ে যায়।
Advertisement
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
Advertisement
স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজ্যসড়কে দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একাধিক দুর্ঘটনার পরও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে তারা জানাচ্ছেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। দ্রুততার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement



