ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। দার্জিলিং জেলার বাগডোগরা বিমানবন্দর লাগোয়া সেনা ছাউনির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রুথমেরী লেপচা। তাঁর বয়স ৩০ বছর। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিউটি শেষ করে শনিবার সকালে স্কুটি করে বাড়ি ফিরছিলেন রুথমেরী। সেনা ছাউনির সামনে দ্রুত গতিতে ছুটে আসা একটি ছোট গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁকে। সঙ্গে সঙ্গে স্কুটি নিয়ে তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারান রুথমেরী লেপচা।
Advertisement
পুলিশ সূত্রে খবর, বিমানবন্দরের কাছে ভুজিয়াপানিতে ভাড়া বাড়িতে থাকতেন রুথমেরী। তাঁর স্বামী সিআইএসএফ কর্মী, বর্তমানে কলকাতা বিমানবন্দরে কর্মরত। রুথমেরীর দুই সন্তান রয়েছে। বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায় বলেন, ‘গাড়িটি আটক করা হয়েছে। চালকের নাম-ঠিকানা পাওয়া গিয়েছে। তাঁর খোঁজ চলছে।’
Advertisement
Advertisement



