• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে ব্রিকস

বাড়ছে সদস্য দেশগুলির সংখ্যা

দিল্লি, ২৫ সেপ্টেম্বর— বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতে নতুন শক্তির কেন্দ্র হিসেবে দ্রুত উত্থান ঘটছে ব্রিকস জোটের। একসময় মাত্র পাঁচটি দেশ নিয়ে গঠিত এই সংগঠনের সদস্য সংখ্যা এখন বেড়ে হয়েছে ১১। আর এটাই ক্রমশ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মার্কিন ডলারের আধিপত্যকে। বিশেষজ্ঞদের দাবি, ডলারের এই দুর্বলতা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রথমে ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস যাত্রা শুরু করেছিল। পরে ২০২৩ সালের আগস্টে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও ইউএই যোগ দেয়। চলতি বছরের শুরুতে ইথিওপিয়া, ইরান, মিশর ও ইউএই আনুষ্ঠানিকভাবে সদস্য হয়। যদিও সৌদি আরব ও আর্জেন্টিনা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া এগিয়ে চলেছে।

Advertisement

তাছাড়া, ব্রিকস ইতিমধ্যেই আরও ৯টি দেশকে বিশেষ মর্যাদা দিয়েছে। এর মধ্যে রয়েছে আলজেরিয়া, নাইজেরিয়া, উগান্ডা, কাজাখস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, উজবেকিস্তান, বেলারুশ ও বলিভিয়া। নাইজেরিয়া এ বছর আনুষ্ঠানিকভাবে এই সংগঠনে যোগও দিয়েছে। আফ্রিকার উন্নয়নে ব্রিকস এখন বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, ব্রিকসের প্রভাব বাড়ার তিনটি বড় কারণ রয়েছে। এক, ডলারের বিকল্প রিজার্ভ তৈরি করতে সদস্য দেশগুলো দ্রুত সোনা কিনছে। দুই, লেনদেনে ডলারের বদলে নিজেদের মুদ্রা ব্যবহারের দিকে জোর দিচ্ছে। তিন, বহুমেরুকেন্দ্রিক বিশ্ব গড়ে তুলতে ক্রমশ প্রভাবশালী হচ্ছে এই সংগঠন।

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিকল্প পেমেন্ট ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়, পারস্পরিক লেনদেনে ডলারের বদলে স্থানীয় মুদ্রা ব্যবহার বাড়ানো হবে। এর ফলে পশ্চিমা দুনিয়ার নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমবে।

ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডলারকে দুর্বল করার চেষ্টা হলে ব্রিকস দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। কিন্তু চীন, রাশিয়া, ব্রাজিল এবং এমনকি ভারতও একাধিক ক্ষেত্রে ইতিমধ্যেই স্থানীয় মুদ্রায় লেনদেন শুরু করেছে। ফলে মার্কিন চাপ সত্ত্বেও ব্রিকস দেশগুলো নিজেদের কৌশল বদলাতে রাজি নয়।

অর্থনীতিবিদদের মতে, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এখন ব্রিকসের সদস্য দেশগুলিতে বসবাস করে। একইসঙ্গে সম্মিলিত জিডিপিতেও এই জোট শক্তিশালী অবস্থান তৈরি করছে। ফলে ডলারের প্রভাবকে দুর্বল করে ভবিষ্যতে ব্রিকস বিশ্ব অর্থনীতির সমান্তরাল শক্তি হয়ে উঠবে, এ নিয়ে আর কোনও সন্দেহ নেই।

Advertisement