ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারে বড় ধরনের পতন হয়েছে। আরবিআই-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২১ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশের ফরেক্স রিজার্ভ ৪.৪৭ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৬৮৮.১০ বিলিয়ন ডলারে। এই হ্রাসের মূল কারণ স্বর্ণের রিজার্ভের মূল্য কমে যাওয়া। এর আগে ১৪ নভেম্বর রিজার্ভ বেড়ে ৬৯২.৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, এতে বোঝা যায় যে রিজার্ভে ওঠানামা এখন ধারাবাহিক। গত পাঁচ সপ্তাহের মধ্যে এটি চতুর্থবার ফরেক্স রিজার্ভ কমল। ১৭ অক্টোবর রিজার্ভ ছিল ৭০২.২৮ বিলিয়ন ডলার—সেখান থেকে এ পর্যন্ত মোট ১৪.১৮ বিলিয়ন ডলার কমে গিয়েছে।
এসডিআর ও আইএমএফ রিজার্ভ পজিশনেও সামান্য হ্রাস দেখা গিয়েছে, যদিও এতে সামগ্রিক রিজার্ভের উপর তেমন প্রভাব পড়েনি। বিদেশি মুদ্রা সম্পদ (এফসিএ), যা রিজার্ভের সবচেয়ে বড় অংশ, ২১ নভেম্বর কমে দাঁড়িয়েছে ৫৬০.৬০ বিলিয়ন ডলারে। ডলারের শক্তি বৃদ্ধি ও বৈশ্বিক আর্থিক পরিস্থিতির কারণে আরবিআইকে বাজারে হস্তক্ষেপ করতে হয়েছে, যার ফলে এফসিএ-র উপর প্রভাব পড়েছে।
Advertisement
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সোনার রিজার্ভেও উল্লেখযোগ্য হ্রাস হয়েছে। যদিও আরবিআই চলতি অর্থবছরে সোনা কেনা বাড়িয়েছে, যা ভবিষ্যতে রিজার্ভে স্থিরতা আনতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান ওঠানামা সত্ত্বেও ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং আরবিআই সতর্কভাবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।
Advertisement
Advertisement



