দেশের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) মুদ্রানীতি কমিটি (এমপিসি)। বুধবার আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, রেপো রেট আগের মতোই ৫.৫ শতাংশে রাখা হচ্ছে এবং নীতি ও দৃষ্টিভঙ্গি ‘নিরপেক্ষ’ অবস্থানেই থাকবে।
মালহোত্রা জানান, ইতিমধ্যেই নেওয়া নীতিগত পদক্ষেপগুলির প্রভাব পুরোপুরি বোঝা এবং নতুন করে পদক্ষেপের আগে পরিস্থিতি স্পষ্ট হওয়া প্রয়োজন। সেই কারণেই সর্বসম্মতভাবে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
এর ফলে স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি বা এসএলএফ-এর হার ৫.২৫ শতাংশ, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা এমএসএফ-এর হার এবং ব্যাঙ্ক রেট ৫.৭৫ শতাংশই বহাল থাকছে।
Advertisement
একইসঙ্গে এমপিসি চলতি অর্থবর্ষের গড় মুদ্রাস্ফীতির সম্ভাবনা কমিয়ে ২.৬ শতাংশে এনেছে। জুনে এর সম্ভাব্য হার ৩.৭ শতাংশ এবং আগস্টে ৩.১ শতাংশ ছিল। আরবিআই গভর্নর জানান, চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিক এবং আগামী বছরের প্রথম ত্রৈমাসিক— উভয় ক্ষেত্রেই মুদ্রাস্ফীতির লক্ষ্য নির্ধারিত মাত্রার মধ্যেই থাকছে।
তবে আরবিআই সতর্ক করেছে, বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক বৃদ্ধি কিছুটা শ্লথ হতে পারে। বৈশ্বিক অনিশ্চয়তা এবং শুল্কসংক্রান্ত নানা পরিবর্তনের কারণে অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। মালহোত্রা বলেন, ‘বর্তমানে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং তার দৃষ্টিভঙ্গি বৃদ্ধিকে আরও সমর্থন করার সুযোগ তৈরি করেছে। তবে বাণিজ্য সংক্রান্ত অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক টানাপোড়েন অর্থনীতির ঝুঁকি বাড়াচ্ছে।’
তিনি আরও জানান, চলমান শুল্ক ও বাণিজ্যনীতির অনিশ্চয়তা বহিরাগত চাহিদার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং বিনিয়োগকারীদের মানসিক ঝুঁকি দেশের প্রবৃদ্ধির সম্ভাবনাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।
এক্ষেত্রে সদ্য কার্যকর হওয়া নতুন প্রজন্মের জিএসটি সংস্কার অর্থনীতির জন্য কিছুটা রক্ষাকবচের কাজ করবে বলেই মনে করছে আরবিআই।
এই পরিস্থিতিতে আরবিআই জানায়, চলতি অর্থবর্ষে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬.৮ শতাংশে। এর আগে পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ। তৃতীয় ত্রৈমাসিকের বৃদ্ধি অনুমান করা হচ্ছে ৬.৪ শতাংশ, চতুর্থ ত্রৈমাসিকে ৬.২ শতাংশ। আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৬.৪ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরবিআইয়ের দাবি, ঝুঁকির ভারসাম্য আপাতত সমান অবস্থানে রয়েছে।
Advertisement



