পাকিস্তানর আসুক ব্রিকস চাইছে চিন, নিমরাজি রাশিয়া সহ দুই দেশ

Written by SNS March 7, 2024 3:23 pm

ইসলমাবাদ, ৭ মার্চ– চিন প্রথম থেকেই চেয়ে আসছে পাকিস্তান বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে অন্তর্ভুক্ত হোক৷ যদিও অন্য সদস্যদেশগুলো এ বিষয়ে এখনো একমত নয়৷

বর্তমানে ব্রিকসের সভাপতি দায়িত্ব পালন করছে রাশিয়া৷ তারাও পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়ে খুব একটা জোরালো অবস্থান নেয়নি৷ বরং বলা যায়, তারা একধরনের নিমরাজি৷ ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, সর্বশেষবার ২০২৩ সালে ব্রিকসের সম্প্রসারণ হয়েছে৷ ফলে নিকট ভবিষ্যতে আবারও এই জোটের সম্প্রসারণের সম্ভাবনা কম৷ এ ছাড়া ব্রিকসের অংশীদার মডেল কী হবে, তা নিয়ে এখনো পরীক্ষা–নিরীক্ষা চলছে৷

নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদ্যমান সদস্যদের ঐকমত্য প্রয়োজন হয়, কিন্ত্ত পাকিস্তান জোটে অংশ নেওয়ার আগ্রহ দেখালেও সদস্য পদ দেওয়ার বিষয়ে সদস্যদেশগুলোর মধ্যে ঐকমত্য দেখা যাচ্ছে না৷ এ ছাড়া পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ব্রিকসের অন্যান্য সদস্যদেশের মতো নয়৷ ফলে তারা এই শীর্ষ ও উদীয়মান দেশগুলোর জোটে অন্তর্ভুক্ত হতে পারে কি না, তা নিয়েও কথা তুলেছে সদস্যদেশগুলো৷

তবে চিনের সমর্থনের কল্যাণে পাকিস্তান সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিওতে যোগ দিতে পেরেছে৷ আবার এই জোটে ভারতের অংশগ্রহণের বিষয়ে রাশিয়ার সমর্থন আছে এবং একই সঙ্গে মধ্য এশিয়ার দুটি দেশ কাজাখস্তান ও উজবেকিস্তান ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে সমর্থন দিয়েছে৷

গত বছর অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনাকে এই জোটে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়৷ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ওই ছয় দেশের যোগ্যতা আছে৷ তবে পরে আর্জেন্টিনা জোটে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়৷

ব্রিকস ও এসসিওতে অন্তর্ভুক্তির মানদণ্ড এক নয়৷ ভারত এসসিওর প্রতিষ্ঠাতা না হলেও ব্রিকসের অন্যতম প্রতিষ্ঠাতা সহযোগী৷ ফলে এই জোটের সম্প্রসারণে তার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ৷ ব্রিকসের সদস্যদেশগুলোর অর্থনৈতিক অবস্থা এক নয়, বরং তাদের মধ্যে বড় ধরনের পার্থক্য আছে৷ তাদের পররাষ্ট্রনীতিও পৃথক৷ সে কারণে তাদের পক্ষে সব বিষয়ে একমত হওয়া বেশ কঠিন৷

রাশিয়া জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩০টি দেশ ব্রিকস জোটে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে৷ মস্কো মনে করছে, দেশগুলোর এই আগ্রহের মধ্য দিয়ে বোঝা যায়, বহুপক্ষীয় ব্যবস্থার গুরুত্ব কোথায়৷

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত বছর ব্রিকস জোটে অংশগ্রহণের বিষয়ে বলেছিলেন, এই দেশগুলোর আগ্রহ স্বাভাবিক৷ কারণ, এই জোট প্রকৃত অর্থেই গণতান্ত্রিক ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হয়৷

ব্রিকসকে অমিত সম্ভাবনার জোট বলেই মনে করা হচ্ছে৷ বিশ্বের ৪২ শতাংশ জনসংখ্যার বাস ব্রিকসের সদস্যদেশগুলোতে৷ ২০৩০ সালে বৈশ্বিক জিডিপির অর্ধেকের বেশি এসব দেশ থেকে আসতে পারে৷ ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দেশগুলোর মধ্যে বাণিজ্য আরও বেড়েছে৷ রাশিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য করতে পারছে না, সে জন্য তারা চীন ও ভারতের মতো দেশের কাছে সস্তায় পণ্য বিক্রি করছে৷