ওড়িশার সুন্দরগড় জেলায় বাস-ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। আহত হয়েছেন ২০ জন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও চারজন মহিলা। বাসের কন্ডাক্টরও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কয়ডা থানা এলাকার ৫২০ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
ওয়েস্টার্ন রেঞ্চের ডিআইজি ব্রিজেশ রায় বলেন, ‘ওড়িশার রৌরকেল্লা থেকে কয়ডা যাচ্ছিল একটি বাস। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ যাত্রীভর্তি ওই বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে আইজিএইচ রৌরকেল্লায় নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
Advertisement
এদিকে এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে একের পর এক গাড়ি। পরে ট্রাফিক পুলিশের কর্মীরা দ্রুত যানচলাচল স্বাভাবিক করেন। পুলিশ সূত্রে খবর, গাড়িদুটি বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রাকের চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Advertisement
Advertisement



