• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জয় দিয়ে সুপার সিক্সের অভিযান শুরু ইস্টবেঙ্গলের

জয় দিয়েই সুপার সিক্সের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ঘরের মাঠে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারালো তারা।

জয় দিয়েই সুপার সিক্সের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ঘরের মাঠে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারালো তারা। কার্ড সমস্যায় এই ম্যাচে ছিলেন না সায়ন ব্যানার্জী ও দেবজিত মজুমদার। পাশাপাশি, চোটের জন্য কোচ বিনো জর্জ পাননি অভিজ্ঞ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীকেও। তবে, খেলায় তার কোনও প্রভাব পড়েনি। যদিও শুরুটা বেশ দাপটের সঙ্গেই করেছিল ঘরোয়া লিগে ইয়ান ল-এর দল। তবে, ধীরে ধীরে খেলায় ফেরে ইস্টবেঙ্গল। দুই দলের মধ্যেই তুল্যমূল্য লড়াই জমে ওঠে। ম্যাচের ২৯ মিনিটে ইউনাইটেড কলকাতাকে এগিয়ে দিতে পারতেন সমীর বায়েন। লাল-হলুদ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।

এক্ষেত্রে বিশেষ প্রশংসা করতে হয় ইস্টবেঙ্গল গোলরক্ষক গৌরব শ’য়ের। তিনি সঠিক সময়ে এগিয়ে এসে সমীরের শট রুখে না দিলে ফলাফল অন্যরকম হতেই পারতো। এরপরেই ধীরে ধীরে খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় লাল -হলুদ ব্রিগেড। এইসময়, পরপর বেশকিছু আক্রমণ করলেও গোল কিছুতেই পাচ্ছিলো না বিনো জর্জের দল। বেশকিছু ভালো সুযোগও নষ্ট করেন বিষ্ণু – ডেভিডরা। ম্যাচের ৩৬ মিনিটে বিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন বিষ্ণু। অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২) ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন নসীব রহমান। আমনের ভাসানো বল থেকে তাঁর দুরন্ত শট জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে খেলার ফলাফলে আর কোনও বদল হয়নি।

Advertisement

দ্বিতীয়ার্ধে গোলসংখ্যা বাড়াতে ডেভিড ও শ্যামলের পরিবর্তে গুইতে ও মনোতোষ মাঝিকে নামান কোচ। এরপরেই বিষ্ণু ম্যাজিক দেখলো স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা । ম্যাচের ৪৬ মিনিটে বক্সের বাইরে বিষ্ণুকে ফাউল করলে ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। বক্সের বাইরে থেকে নেওয়া সেই ফ্রি কিক থেকে গোলরক্ষক অভিলাষকে কার্যত দাঁড় করিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। পরের মিনিটেই গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মনোতোষ মাঝি। তা থেকে গোল আসেনি। এরপর বিষ্ণুর শট কোনও ক্রমে গোললাইন থেকে বাঁচান ইউনাইটেড কলকাতার খেলোয়াড়রা। ম্যাচের এই অর্ধে ইস্টবেঙ্গলের আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হলো ইয়ান ল-এর দলকে। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোলটি করে যান পরিবর্ত হিসেবে নামা গুইতে পেকা। গোল করে নিজের বাবাকে তা উৎসর্গ করেন তিনি। এরপর কিছু সুযোগ পেলেও লাল -হলুদের জয়ের ব্যবধান আর বাড়েনি।

Advertisement

সুপার সিক্সের প্রথম ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই উচ্ছসিত ইস্টবেঙ্গল দলের কোচ বিনো জর্জ। জানালেন খেলোয়াড়দের এই ম্যাচের গুরুত্ব তিনি বারবার বুঝিয়েছিলেন। দলের খেলায় যথেষ্ট খুশি কোচ। তবে, এখনই উচ্ছাসে ভাসতে রাজি নন তিনি। এমনকি, পরিসংখ্যান নিয়েও খুব একটা ভাবতে চান না। আপাতত তাঁর পরবর্তী লক্ষ্য আগামী রবিবার ডায়মন্ড হারবার ম্যাচ।

অন্যদিকে, ম্যাচ হেরে কিছুটা হলেও বিরক্ত দেখালো ইউনাইটেড কলকাতা দলের কোচ ইয়ান ল-কে। জানালেন, এই ধরণের ম্যাচ সবসময় নিরপেক্ষ ভেন্যুতে হওয়া উচিত। একইসঙ্গে বলেন, পরবর্তী দুটি ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। এদিন মাঠে চোখে পড়লো বিশেষ একটি ব্যানার। লাল -হলুদ সমর্থকদের পক্ষ থেকে তৈরী সেই ব্যানারে আইএফএ’কে কটাক্ষ করে লেখা ছিল -” লিগ আসে, লিগ যায় গলা ফাটানো মোদের থামে না। ঠুঁটো জগন্নাথ আইএফএ বিজয়ীর নাম ঘোষণা করে না।” আসলে, চলতি মরসুমে কলকাতা লিগ শেষ হতে চললেও এখনও গতবছরের বিজয়ীর নাম ঘোষণা করে উঠতে পারেনি আইএফএ। তাই, ঘরের মাঠে প্রথম ম্যাচে এবার তাদেরকেই কটাক্ষ করলেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

Advertisement