• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গোয়ায় মোহনবাগান, মাঠ সমস্যায় ইস্টবেঙ্গল

শিল্ড জেতার পর দলকে দুদিনের ছুটি দিয়েছিলেন সবুজ-মেরুন কোচ। সেই ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকে অনুশীলনে ফিরেছিলেন আপুইয়া'রা।

Source: ANI

সুপার কাপ খেলতে বৃহস্পতিবার গোয়া পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। আগামী শনিবার গ্রুপ – এ’র দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে মাঠে নামবে মোলিনা ব্রিগেড। শিল্ড জেতার পর দলকে দুদিনের ছুটি দিয়েছিলেন সবুজ-মেরুন কোচ। সেই ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকে অনুশীলনে ফিরেছিলেন আপুইয়া’রা। গোয়া যাওয়ার আগে কলকাতায় শেষ দু’দিন চুটিয়ে প্রস্তুতি সেরেছে দল।

চির-প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জেতায় সবুজ-মেরুন সমর্থকরাও বেশ খুশি। পাশাপাশি, দলে আপাতত কোনও চোট-আঘাত সমস্যা নেই। সবমিলিয়ে, সুপার কাপের আগে বেশ চনমনে মোহনবাগান শিবির। ফুটবলাররা সুপার কাপে নিজেদের সেরা খেলা উপহার দিতে চাইছেন। তবে, আপাতত ডার্বি ম্যাচ নিয়ে বিশেষ ভাবতে চান না তাঁরা। প্রথম দুটি ম্যাচের ওপরে বিশেষ নজর রাখতে চাইছে সবুজ-মেরুন শিবির। এরপর, গ্রুপের তৃতীয় ম্যাচ ডার্বি।

Advertisement

তবে, সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গলের। গোয়ায় পৌঁছেই গোলরক্ষক কোচ সন্দীপ নন্দীর সঙ্গে অস্কার ব্রুজোর ঝামেলায় দল ছেড়েছেন তিনি। তারপর থেকে প্রচারমাধ্যমে সন্দীপের একের পর এক বক্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও, এক্ষেত্রে ক্লাব ও লগ্নিকারী সংস্থা উভয়ই অস্কারের পাশে দাঁড়িয়েছেন। আর এবার মাঠ সমস্যায় পড়তে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে। জানা গিয়েছে, সোমবার গোয়া পৌঁছে বিচের ধারে হালকা গা ঘামান বিষ্ণু, মহেশ, রশিদ’রা। কিন্তু, সমস্যা বাঁধে মঙ্গলবার। সেদিন নাগোয়ার যে মাঠে ইস্টবেঙ্গলকে অনুশীলন করতে বলা হয়েছিল তার অবস্থা অত্যন্ত খারাপ।

Advertisement

ফলে, কিছুটা বাধ্য হয়েই বুধবার মন্টে ডে গুইরিমের মাঠে অনুশীলন স্থানান্তর করে অস্কার ব্রুজোর দল। মূলত, গোয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই সপ্তাহ খানেক আগে সেখানে গিয়েছে ইস্টবেঙ্গল। শনিবার বাম্বোলিমের মাঠে গ্রুপ – এ’র প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ডেম্পো এফসি। তার আগে অনুশীলন মাঠের এই সমস্যা নিয়ে প্রবল ক্ষুব্ধ লাল-হলুদ কোচ অস্কার। যদিও, দলকে এসব কিছুর থেকে আগলে রাখার প্রবল চেষ্টা করছেন তিনি। অনুশীলনেও বেশ খোশ মেজাজে দেখা যাচ্ছে ফুটবলারদের।

আপাতত, তাঁদের প্রধান লক্ষ্য সুপার কাপ। সেজন্য, দলের সকলেই সুপার কাপে ভালো ফলাফল করতে মুখিয়ে রয়েছেন। এদিকে, জানা যাচ্ছে, বাম্বোলিমের মাঠ থেকে ম্যাচগুলি যাতে সরাসরি সম্প্রচার করা যায় তার জন্য উদ্যোগ নিয়েছে ফেডারেশন। সেইমতো, কাজও শুরু করে দিয়েছে তারা। আপাতত, ফেডারেশনের পক্ষ থেকে মৌখিকভাবে প্রথম ম্যাচ থেকেই সম্প্রচারের কথা বলা হয়েছে।

Advertisement