এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে এই বছর ছাঁটাই হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়ে দিয়েছে, ইরানে গিয়ে খেলায় অনীহা দেখানোয় প্রতিযোগিতা থেকে মোহনবাগানকে বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয়বারের জন্য এই প্রতিযোগিতায় এমন সিদ্ধান্তের মুখে পড়ল কলকাতার অন্যতম প্রধান ক্লাবটি।
৩০ সেপ্টেম্বর ইরানের সেপাহান ফুটবল ক্লাবের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ সি-র ম্যাচে মাঠে নামার কথা ছিল মোহনবাগানের। কিন্তু নির্ধারিত দিনে ইরানে রিপোর্ট করতে ব্যর্থ হয় ক্লাব। সেই সূত্র ধরেই এএফসি নিয়মের ৫.২ ধারা অনুযায়ী ধরে নেয়, মোহনবাগান প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।
Advertisement
এএফসি-র তরফে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘৫.৬ ধারা অনুযায়ী, সেপাহানের বিরুদ্ধে মোহনবাগানের পূর্ববর্তী ম্যাচের ফলাফল বাতিল করা হয়েছে। ৮.৩ ধারা অনুসারে, গ্রুপ তালিকায় মোহনবাগানের কোনও গোল বা পয়েন্ট গণনা করা হবে না।’ এর ফলে ২১ অক্টোবর জর্ডনের ক্লাব আল হুসেনের বিরুদ্ধে মোহনবাগানের নির্ধারিত ম্যাচটিও বাতিল হয়ে গিয়েছে।
Advertisement
প্রসঙ্গত, গত বছরও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসি-র বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিল মোহনবাগান। সেই সময় ইরান-ইজরায়েল উত্তেজনার জেরে নিরাপত্তার কারণ দেখিয়ে তারা সফর বাতিল করেছিল। এবারও একই যুক্তিতে মোহনবাগান ইরান সফর থেকে বিরত থাকে। ক্লাবের তরফে ম্যাচ ভেন্যু বদলের অনুরোধ করা হলেও, এএফসি তা মানেনি।
এই সিদ্ধান্ত মোহনবাগানের জন্য এক বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা। টানা দু’বছর বিদেশে খেলতে না যাওয়ার কারণে চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে ছাঁটাই হওয়ায় ভবিষ্যতে এশিয়ান টুর্নামেন্টে অংশগ্রহণের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ফুটবল মহলে। এএফসি এখনও জানায়নি, এই ঘটনায় ক্লাবের উপর আর্থিক জরিমানা বা অন্য কোনও শাস্তি জারি হবে কি না।
Advertisement



