• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘খুনে’র সুপারি নেওয়ার জন্য ভিজিটিং কার্ড ছাপিয়ে প্রচার

৩ বছর পর গ্রেপ্তার ক্যানিংয়ের ত্রাস 'বুলেট'

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা, ২৭ আগস্ট, বারুইপুর– দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ফের গ্রেপ্তার হল কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ সেলিম মোল্লা, ওরফে ‘বুলেট’। মঙ্গলবার গোলাবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে তাকে অস্ত্র-সহ পাকড়াও করল গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি।

পুলিশ সূত্রে খবর, বুলেটের বাড়ি ক্যানিংয়ের আমতলা এলাকায়। জামিনে মুক্ত হওয়ার পর থেকে ফের এলাকায় সক্রিয় হয়ে ওঠে সে। মঙ্গলবার গোলাবাড়ি এলাকায় তার ঘোরাফেরার খবর পেয়ে পুলিশ অভিযান তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক তথ্য, তবে কোন দুষ্কর্মের পরিকল্পনায় এলাকায় ঘুরছিল সে, বা ওই অস্ত্রের যোগান কোথা থেকে এসেছে— সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, বছর তিনেক আগে এলাকায় শোরগোল ফেলে দিয়েছিল এই দুষ্কৃতী। নিজের নামে ভিজিটিং কার্ড ছাপিয়ে প্রকাশ্যে ‘হাফ ও ফুল মার্ডার করা হয়’ বলে প্রচার চালিয়েছিল সে। এমনকি কার্ডে নিজের মোবাইল নম্বরও ছাপিয়েছিল। বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়তেই পুলিশ তদন্ত শুরু করে এবং তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বুলেটের বিরুদ্ধে এলাকায় আতঙ্ক দীর্ঘদিনের। ফের তার গ্রেপ্তারির পর স্বস্তি ফিরেছে স্থানীয় অঞ্চলের মানুষের মধ্যে। পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুরো চক্রটি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে আরও অভিযানে নামবে তারা।

Advertisement