• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সন্দেহের বশে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

পরিবারের দাবি, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ করতেন স্বামী। এই কারণে নিত্যদিন বাড়িতে অশান্তি লেগে থাকত।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায় ক্যানিংয়ের তালদি বয়ারসিং গ্রামে। পরিবারের দাবি, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ করতেন স্বামী। এই কারণে নিত্যদিন বাড়িতে অশান্তি লেগে থাকত। শনিবার রাতে তা চরমে পৌঁছায়। এর জেরে স্ত্রীকে প্রথমে গলা টিপে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতদের নাম নাজির মোল্লা (২৪) এবং রিঙ্কি মোল্লা (২২)। তিন বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। পুলিশ জানতে পেরেছে, বিয়ের পর সব ঠিকঠাক চললেও এক বছর আগে থেকে সমস্যা শুরু হয়। নাজির জানতে পারেন, স্ত্রীর সঙ্গে অন্য এক পুরুষের সম্পর্ক রয়েছে। যদিও স্ত্রী তা স্বীকার করেননি। তিনি আদৌ পরকীয়ায় যুক্ত হয়ে পড়েছিলেন কি না তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই দুই জনের মধ্যে ঝামেলা হচ্ছিল। শনিবারও ঝামেলা হয়। পুলিশের অনুমান, ঝগড়া চলাকালীনই স্ত্রীকে গলা টিপে খুন করেন নাজির। তারপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।

Advertisement

রবিবার সকালে বাড়ি থেকে নাজির ও রিঙ্কির দেহ উদ্ধার করে পুলিশ। দুটি দেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকালে ঘরে দরজা খুলতেই বিছানার উপর পড়ে থাকতে দেখা যায় রিঙ্কি মোল্লার নিথর দেহ। ওই ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নাজির মোল্লাকে। দুটি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একটি বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব সামনে এসেছে। তবে তদন্তে সব কিছু খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

Advertisement